রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

রবীন্দ্র
  © সংগৃহীত

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ করে ছাত্রদলের কর্মীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রিকশাচালক, ভ্যানচালক ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন ছাত্রদলের কর্মীরা। 

জানা যায়, ছাত্রদল কর্মী স্বপনের উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজিত হয়েছে। তিনি জানান, “ইফতার সংযমের মাসে একটুখানি প্রশান্তির পরশ। কিন্তু সমাজের অনেক মানুষ এই সামান্য ইফতার সংগ্রহ করতেও হিমশিম খায়। তাই আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই রমাদানে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সুখ দুঃখের অংশীদার হতে এই উদ্যোগ নিয়েছি।”