উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হাবিব-নয়ন
- রবি প্রতিনিধি:
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০২:৩০ PM
-11332.jpg)
উল্লাপাড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ''উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউপিইউএসএ)''-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন।
বুধবার (১২ মার্চ) সংগঠনটির সাবেক সভাপতি মো: আল্লামা ইকবাল পলাশ এবং সাধারণ সম্পাদক মো: সুমন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রী পুশরাম চন্দ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো: রুহুল আমিন
নবগঠিত কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান বলেন, শুরু থেকেই এই সংগঠনের প্রতি অফুরন্ত আবেগ এবং ভালোবাসা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই এই সংগঠনের সাথে কাজ করছি। বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে, সেই প্রতিভাকে কাজে লাগাতে আমরা সবাই একত্রিতভাবে সৃজনশীল কাজ করে যাব।
তিনি আরো বলেন, সংগঠনকে সুসংগঠিত করে সামাজিক ও সেবামূলক কার্যক্রম হাতে নিবে সংগঠনটি। সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোন সহায়তায় আমরা পাশে থাকবো ইনশা আল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উল্লাপাড়া" শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডকে বিকশিত করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল ও সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করবে।
তিনি আরও বলেন, আমাদের অন্যতম লক্ষ্য উল্লাপাড়া উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহী করে তোলা এবং তাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা। এই সংগঠন শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নিতে সহায়তা করবে, যাতে তারা উচ্চশিক্ষার সুযোগ সহজে লাভ করতে পারে। পাশাপাশি, সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় অগ্রগতির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।
উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালে যাত্রাশুরু করে এখন পর্যন্ত ইফতার মাহফিল, পুনর্মিলনী, সামাজিক ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে।