ওষুধ ব্যবহারে দুমকীতে সচেতনতা সভা

দুমকী
  © টিবিএম ফটো

এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার রোধে পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে দুমকীতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আহসানুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি-পরিচালক শিকদার কামরুল ইসলাম। 

দুমকী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে নিয়ামত ফার্মার স্বত্বাধিকারী মীর জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন, দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আশিস হাজরা, দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল নাহার ইয়াসমিন, পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন, ফোরসাইট মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ মুজিবুর রহমান টিটু প্রমুখ। এছাড়াও উপজেলার প্রায় শতাধিক ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, একজন অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার পেছনে ওষুধ বিক্রেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগীদের মানসম্মত ওষুধ সরবরাহ করা তাদের নৈতিক দায়িত্ব। কেউ যদি ভেজাল ওষুধ সরবরাহের মাধ্যমে প্রতারণা করে, সেটা অত্যন্ত জঘন্যতম কাজ। এ ধরনের প্রতারণতা বন্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটি বিক্রি না করার জন্য অনুরোধ করেন বক্তারা।