বেরোবির ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জায়ীদ-রিফাত

বেরোবি
  © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন ৭০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবুল খায়ের জায়ীদও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাফওয়ান মাহির রিফাত ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫ টায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করে জেলা সমিতির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোঃ মুস্তাফিজুর রহমান সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উক্ত কমিটিতে সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে, তমাল চন্দ্র বিশ্বাস, মোঃ সাব্বির হোসেন, মোঃ সাইদ হাসান নাফি, কাউছার আহমেদ, ইসরাত জাহান তন্নী, জয় খান, আবু নাইম, নুপুর আক্তার, মোঃ হাসিবুল হাসান, এমদাদুল শেখ, মনির হোসেন আকাশ, এল এইস নাইম, খাইরুল ইসলাম সুমন, মোঃ মিজানুর রহমান, এমএইস রাকিব আহমেদ, আফরোজা সুলতানা নিতু, তামিম আহমেদ 

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন, সাদমান হক, মেহেদী হাসান, শাকিল আহমেদ, সাকিব হোসাইন, সাব্বির শুভ, আশিকুর রহমান, নরোত্তম কান্তি দাস, নাদিমুল হক , ইহসানুল হক শিমুল, মায়মুনা আক্তার, রাফিয়া তাসনিম। 

সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন, নাহিদ হাসান ফুয়াদ, মাহফুজুর রহমান সিয়াম, তানভীর আহমেদ, নাদিম হাসান রাদিত, ইসরাফিল হোসেন, এনাম রেজা, কবির হোসাইন, সাকিব শাহরিয়ার,  বীরুন মাশরেকা সুবাহা দীপান্বিতা, রাফিন আহাম্মেদ রোহা, সাকিব মিজান মাহমুদ, আজিজুল ইসলাম। 

কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন, শেখ সাদ অর্ণবদপ্তর বিষয়ক সম্পাদক আবীর হোসেন, প্রচার সম্পাদক মো: ইফতেখারুল ইসলাম, ভর্তি বিষয়ক সম্পাদকআব্দুল্লাহ আল গালিব, নারী বিষয়ক  সম্পাদকতামান্না ইসলাম,শবনম মোস্তারিয়া মুন এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম হাসান, পর্যটন বিষয়ক সম্পাদক সানজিদা হোসাইন নেলী , ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অংকুর সরকার ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার সুমাইয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদকের রোকেয়া সুলতানা সাওদা

এ ছাড়াও কার্যকরী সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ শান্ত সরকার, সাকিব আল হাসান,  জান্নাতুল মাওয়া জ্যোতি,  দ্বীপ দেবনাথ, আনিকা তাবাসসুম, মোঃ সায়েম খান,  রায়হান আহম্মেদ, ইমতিয়াজ মোস্তাকিম, রাকিব হাসান, হুমায়ুন কবির, শাহারিয়া হাসান লিংকন, মোঃ দিদারুল ইসলাম, সুলতানা সুমাইয়া, নৌশিন তাবাসসুম তুনু।

নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল খায়ের জায়ীদ বলেন, "আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে, আপনাদের ভালোবাসায় ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। "চলো মাটির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে" এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। একসঙ্গে কাজ করে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। জয় হোক ঐক্যের!"

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাফওয়ান মাহির রিফাত বলেন, সম্মানিত উপদেষ্টা ও উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত ও কৃতজ্ঞ। এটি শুধু সম্মান নয়, বরং একটি বড় দায়িত্ব। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে আমাদের সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পারবো। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আবারও সবাইকে ধন্যবাদ।