গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

গাজা
  © টিবিএম ফটো

সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বিক্ষোভ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভিতরের রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ইসরায়েলি হামলার বিরুদ্ধে নানান স্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের নৃশংস হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। 

পরে বক্তব্য শেষে তারা সমবেতভাবে ফিলিস্তিনবাসী ও সারাবিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন।