উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা
- রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০১:৩২ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ''উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন''-এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উল্লাপাড়া মেজবান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন-এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হাসান, পিটিআই পরিচালক মোঃ কামরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূইয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাশিদুল হাসানসহ বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার, স্থানীয় শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা সংগঠনের অগ্রগতি, সংগঠনের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এই সংগঠনটির সার্বিক দিক-নির্দেশনায় উল্লাপাড়া থেকে আগামীতে পাবলিকিয়ানদের সংখ্যা বাড়বে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এমন একটি সুন্দর, গোছালো প্লাটফর্ম তৈরি করার জন্য সাধুবাদ জানান।
সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, ''সমস্যা এবং সম্ভাবনা পাশাপাশি অবস্থান করে। আমরা সকল সমস্যাগুলোকে সম্ভাবনায় রুপান্তর করতে পারলে সফল হতে পারব। আমরা এই প্লাটফর্ম ব্যবহার করে উল্লাপাড়ার শিক্ষার্থীদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নানা তথ্য সরবরাহ করতে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি তাদের জন্য নামমাত্র ফি বা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর ব্যবস্থা করতে চাই ইনশা আল্লাহ।
প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইফতার মাহফিল, ঈদ পুণর্মিলনী, বৃক্ষরোপন, রক্তদানসহ শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করছেন।