ঈদের দিনে বেরোবিতে খাসির মাংসের আয়োজন
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৮:০৮ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী ঈদুল ফিতরের দিনে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকালের খাবারে খাসির মাংস আয়োজন করেছেন।
উপাচার্য জানান, নানা বাস্তবিক কারণে অনেক শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। আপনজনদের ছাড়া ঈদ উদযাপন তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, "ক্যাম্পাসে থাকা সব ধর্মের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একসঙ্গে ঈদের উৎসবে শামিল করতেই গরুর মাংসের পরিবর্তে আমরা খাসির মাংসের আয়োজন করেছি । আশা করি, সবাই আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করবে।এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে জানান তিনি"
উল্লেখ্য, আজ বেরোবিতে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।