রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ওয়াইর্ল্ড জেনারেল স্ট্রাইক কর্মসূচি পালন
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ PM
-10715.jpg)
গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা। এর আগে গতকাল এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা করেন।
আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্থানীয় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড হয়ে অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় ইসরাইলের পতাকা পোড়ানো এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে জুতা পেটা করা হয়।
এ সময় শিক্ষার্থী ''ফিলিস্তিন জিন্দাবাদ, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ইসরায়েলের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও" ইত্যাদি স্লোগান দেন।