আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি: রবি উপাচার্য 

রবি
  © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার বলেছেন পহেলা বৈশাখ বাঙালির শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। হাজার বছর ধরে চর্চিত বাঙালির উদার ও মানবিক সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে আসছে। আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। 

সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গ্রহীত কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপক গণহত্যায় মেতে আছে। নতুন বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর সকল গণহত্যাকারীকে ঘৃণা জানাই। তিনি বিশ্বশান্তি কামনা করে বলেন, নতুন বছর বয়ে আনুক একটি নিরাপদ ও মানবিক পৃথিবীর বার্তা। 

এসময় উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ ও প্রক্টোরিয়াল টিমের সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও কুষ্টিয়া হতে আমন্ত্রিত বাউল শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ফিলিস্তিনে গণহত্যার উপরে নির্মিত নাটিকা 'লড়াই' এর আয়োজন করা হয়।