রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৪.১৬ শতাংশ
- হাবিবুর রহমান, রবি প্রতিনিধি:
- প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ০২ মে ২০২৫, ১১:৩৩ PM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'বি' ইউনিটে মোট ১৯৮৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৭১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯৪.১৬ শতাংশ।
ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাব নিয়োজিত ছিলো। এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের অনুভূতি জানতে চাইলে নাটোরের সিংড়া থেকে আসা শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা, জেলা ও উপজেলা কল্যাণ সমিতির সেবা গ্রহণ করেছি। সবকিছুই গোছালো এবং সুশৃঙ্খল ছিল। স্থায়ী ক্যাম্পাস না থাকলেও কোনো কিছুর কমতি ছিল না।
বগুড়া থেকে আসা হামিম নামের আরেক পরীক্ষার্থী বলেন, "অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি, এখানে সবাই আন্তরিক। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমও দেখতে পেয়েছি, পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছি।
অভিবাকদের সাথে কথা বললে, আব্দুল জলিল নামের একজন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুন্দর পরিবেশে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করেছেন। এছাড়াও গরম থেকে রক্ষা পেতে ফ্যান, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জিএসটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে অনুষ্ঠিত 'এ-ইউনিটের' পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার (০২ মে) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ এপ্রিল 'সি-ইউনিট'-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়, সি-ইউনিটে উপস্থিতির হার ছিলো ৯৪.০১ শতাংশ। আগামী ০৯ মে শুক্রবার 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।