তৃতীয় বারের মতো গবেষণা মেলা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

নজরুল
  © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে ১৪ মে, বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় গবেষণা মেলা-২০২৫। বিশ্ববিদ্যালয়ের গবেষণার ধারাবাহিকতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা সংগঠন অংশগ্রহণ করবে।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মেলার আয়োজনের বিষয়টি ঘোষণা করেন। 

আগামী ১৪ মে সকাল ১০ টায় গবেষণা মেলার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে । উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা,বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার । এছাড়াও উপস্থিত থাকবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ হাবিবুর রহমান।

উক্ত মেলাকে কেন্দ্র করে  ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১০ তলায় ১৩ই মে বিকাল ৩ টায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে "Research Methodology" বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. এ এইচ এম কামাল। এছাড়াও এবছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে ‘Research Idea Competition’, যেখানে নির্বাচিত গবেষণা আইডিয়াগুলো পোস্টার প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হবে।

পাশাপাশি মেলার অংশ হিসেবে আইকিউএসি-এর অর্থায়নে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য গবেষণা-সহায়ক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর গবেষণায় দক্ষতা অর্জনে সহায়ক হবে। এছাড়া গবেষণা মেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে একটি তথ্যবহুল প্রকাশনা, যেখানে ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বরাদ্দপ্রাপ্ত গবেষণা প্রকল্পসমূহের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গতি ও পরিসরের একটি সুস্পষ্ট চিত্র উঠে আসবে

এবিষয়ে উপাচার্য বলেন, তৃতীয় গবেষণা মেলা-২০২৫ আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা ও উৎকর্ষতা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য প্রয়াস। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এবারের মেলায় শিক্ষার্থীদের জন্য ‘Research Idea Competition’ এবং সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার সংযোজন গবেষণার প্রতি তাদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই মেলার সফলতা কামনা করি। আশা করি, এই আয়োজন বিশ্ববিদ্যালয়কে গবেষণার নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রটি ইতোমধ্যে ৮৩৮টি গবেষণা প্রকল্পে প্রায় ৩৩ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করেছে। কেন্দ্রের সহায়তায় শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রমে অংশ নিচ্ছেন।