নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা মেলা অনুষ্ঠিত

নজরুল
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তৃতীয় গবেষণা মেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে ১৪ মে, বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনের প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ ও দুটি গবেষণা কেন্দ্র। প্রদর্শিত হয় মোট ২৭টি গবেষণা স্টল। একইসঙ্গে অনুষ্ঠিত হয় 'Research Idea Competition'–এর নির্বাচিত আইডিয়া ভিত্তিক পোস্টার প্রদর্শনী।

সকাল ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের জায়গা নয়, বরং এখানেই নতুন জ্ঞানের সৃষ্টি হয়। উন্নত দেশ ও প্রতিষ্ঠানগুলো গবেষণাকে গুরুত্ব দিয়েছে বলেই অগ্রগামী হয়েছে। মাইক্রোসফট, অ্যাপল, গুগলের মতো প্রতিষ্ঠানগুলো গবেষণারই ফসল।” তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা একে অপরের গবেষণায় অনুপ্রাণিত হোক, শেখার সংস্কৃতি গড়ে তুলুক এবং দক্ষ গবেষক হয়ে উঠুক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া, মেলার অংশ হিসেবে আইকিউএসি-এর অর্থায়নে শিক্ষার্থীদের জন্য গবেষণা-সহায়ক সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তিভিত্তিক গবেষণায় দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
মেলা উপলক্ষে প্রকাশিত হয় একটি তথ্যবহুল গবেষণা প্রকাশনা, যাতে ২০১২-১৩ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত গবেষণা প্রকল্পগুলোর তালিকা অন্তর্ভুক্ত করা হয়।

দিনব্যাপী গবেষণা মেলার সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। পুরস্কার বিতরণীতে 'Research Idea Competition'-এর বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন।