ইবির আল ফিকহ্ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ইবি
  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ' বিভাগের নাম পরিবর্তন করে 'আল ফিকহ্ অ্যান্ড ল' নামকরণের ১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) বিভাগের মূল ফটক আটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন তারা।

জানা গেছে, বিভাগটি চালুর পর থেকে বিভাগের নাম ছিল আল ফিকহ্। পরবর্তীতে শিক্ষার্থীরা ফিকহের সাথে `ল' যুক্ত করার দাবি তোলেন। দাবি মানা হলেও ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন আওয়ামী প্রশাসন `ল' এর পরিবর্তে লিগ্যাল স্টাডিজ যুক্ত করে `আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ' নামকরণ করে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, এই বিভাগকে দমিয়ে রাখার জন্যই এমন ষড়যন্ত্র করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী সিন্ডিকেট মিটিংয়ে বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি তুলতে হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি একটাই। বিভাগের নামের সংস্কার চাই। বাংলাদেশের এলএলবি ডিগ্রী প্রদানকারী কোনো প্রতিষ্ঠানে বিভাগের নাম লিগ্যাল স্টাডিজ নেই। আমরা পরিচয়হীতায় ভুগছি। সাধারণভাবে এই নাম কেউ চিনেনা আবার অনেকে ইসলামিক স্টাডিজ মনে করে। জুলাই অভ্যুত্থানের পর শিক্ষকদের নিকট আমরা দাবি জানালেও তার কোনো কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আমাদের দাবি আগামী সিন্ডিকেট মিটিংয়ে বিভাগের নাম সংস্কার করে `আল ফিকহ্ এন্ড ল' করা হোক। অন্যথায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি এ বিষয়ে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি। বিভাগের কোনো বিষয় সিন্ডিকেট মিটিয়ে পাঠাতে হলে সকল শিক্ষক ঐকমত থাকতে হয়। কিছুদিন আগে আমি এই বিষয়ে সবাইকে ডাকলেও কয়েকজন শিক্ষক এতে সাড়া দেননি। এছাড়াও শিক্ষার্থীদের পূর্বের দাবিতে দুটি নামের কথা উল্লেখ থাকায় কয়েকজন শিক্ষক দ্বিমত পোষণ করেন। ফলে তা আর এগোনো সম্ভব হয়নি। এবার শিক্ষার্থীরা এ বিষয়ে একমত এবং বিভাগের নাম `আল ফিকহ্ এন্ড ল' করার দাবি জানিয়েছে। আশাকরি এবার তা সংস্কার করা সহজ হবে।