রাবিতে আওয়ামীপন্থী কর্মকর্তা গ্রেপ্তার
- রাবি প্রতিনিধি:
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১:০৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০১:০৭ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন আওয়ামীপন্থী কর্মকর্তা ড. আলী মোহাম্মদ নুসায়েরকে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে, রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াত কর্মীরা ড. নুসায়েরকে চিহ্নিত করে বিনোদপুর বাজার থেকে আটক করে এবং পরে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর মতিহার থানা পুলিশ তাকে বোয়ালিয়া থানায় পাঠায়। বর্তমানে তিনি বোয়ালিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তা ড. আলী মোহাম্মদ নুসায়ের (ইমন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে একটি মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “ড. নুসায়েরের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় রাবি প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।