চবির নিরাপত্তা প্রধান ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত
- সারওয়ার মাহমুদ, চবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:১৫ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১১:১৫ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম কিবরিয়াকে ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে একটি ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন। সূত্র জানায়, "জেরিন গ্রুপ" নামে একটি প্রতিষ্ঠানের এমডি মি. ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন তিনি।
ঘটনাটির ভিডিও বাংলাদেশ মোমেন্টসের চবি প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সারওয়ার মাহমুদের হাতে আসলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে আরো উল্লেখ করা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া এবিষয়ে চবি সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ইতিমধ্যেই আমরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করছি এবং তদন্ত চলছে।
তবে এব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়াকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি