বাকৃবির সুলতানা রাজিয়া হলে নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা দিলো বাঁধন

বাকৃবি
  © টিবিএম ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলে নবীনবরণ ও রক্তদাতাদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় সুলতানা রাজিয়া হলের পড়ার রুমে বাঁধন সুলতানা রাজিয়া হল ইউনিট এবং হল প্রশাসনের সহায়তায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৫৫ জন নবীন শিক্ষার্থীদের বরণ ও ৫ জন রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সুলতানা রাজিয়া হল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে একটি  রিডিং রুম স্থাপন করে। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এই রিডিং রুমটি উদ্বোধন করেন।

বাঁধন সুলতানা রাজিয়া হল ইউনিটের সভাপতি নুসরাত জেরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জান্নাতুল মিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রুহুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,"রক্তদান একটি মহৎ কাজ।

রক্ত আদান প্রদানে ধর্ম কোন বাধা নয়।যদি কেউ অসুস্থ হয় সে হিন্দু নাকি মুসলমান এটি কোন বিষয় না।মানবতা,মানবিকতা এবং মানবকল্যানে ধর্ম কখনো বাধা হয়না সব সময় আমাদের সেটা মনে রাখতে হবে।"