আধুনিক ওয়েব আ্যপ চালু করলো বিজনেস ক্লাব

নজরুল
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন বিজনেস ক্লাব প্রথমবারের মতো একটি আধুনিক ওয়েব অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আজ ২০ মে ২০২৫, বিকাল ৪টায় কেক কাটার মাধ্যমে প্রগ্রেসিভ ওয়েব আ্যপ উদ্বোধন করা হয়। এই আ্যপের মাধ্যমে শিক্ষার্থীরা সেমিস্টার ফি প্রদান, ই-বুক ডাউনলোড, বাস ও নামাজের সময়সূচি, ক্যাম্পাস ইনফো, ইমার্জেন্সি নম্বর এবং ক্লাব আপডেট পাবে। এই আ্যপ টি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে সহজ ও ফলপ্রসূ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
গুগল ক্রোমে “বিজনেস ক্লাব জাককানইবি” ইংরেজিতে লিখে সার্চ করে  ইনস্টল করা যাবে।

এ বিষয়ে ক্লাবের সভাপতি নুর - ইব্রাহিম আহমেদ বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার প্রতি। ধন্যবাদ জানাই কাজী সাইফুর রহমান স্যার (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), ডাঃ মোঃ আব্দুল মোমেন স্যার (বিভাগীয় প্রধান, মার্কেটিং), মোঃ তরিকুল ইসলাম জনি স্যার (বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা), মোঃ মিনহাজ স্যার (হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি) এবং সকল ক্লাব সদস্যদের, বিজনেস ক্লাব JKKNIU-তে যুক্ত করার জন্য।
বিজনেস ক্লাব JKKNIU একটি নতুন ও উদ্যমী ক্লাব, যা শিক্ষার্থীদের ভাবনা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আজ ২০ মে ২০২৫, বিকাল ৪টায় ক্লাবের পক্ষ থেকে কেক কাটার মাধ্যমে Progressive Web App উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সেমিস্টার ফি প্রদান, ই-বুক ডাউনলোড, বাস ও নামাজের সময়সূচি, ক্যাম্পাস ইনফো, ইমার্জেন্সি নম্বর এবং ক্লাব আপডেট পাবে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে NexoTech 360। 

ক্লাবটির উপদেষ্টা এবং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান বলেন,  তোমাদের সবার হাতে হাতে এখন স্মার্ট ফোন তোমরা জানো এখন যারা চাকরি বাজারে যাবে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এখন অনেক প্রতিষ্ঠান লিখে দিচ্ছে এক্সেলের অভিজ্ঞতা দরকার মাইক্রোসফট এর অভিজ্ঞতা দরকার। কিন্তু আমরা এখনো অনেকে এগুলোর নামই জানিনা। এগুলো আমাদের জানা দরকার। এক্ষেত্রে বিজনেস ক্লাবের ভূমিকা অনেক এখানে তোমরা এ বিষয়ে ধারনা পাবে এবং শিখতে পারবে।