বুটেক্সে বাঁধনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বুটেক্স
  © সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

২০০৬ সালের ২৪ মে একদল উদ্যোগী শিক্ষার্থীদের হাত ধরে বুটেক্সে পথচলা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। তাদের প্রধান লক্ষ্য ছিল রক্তের অভাবে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো। শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন রক্তদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আয়োজন করে আসছে।

বাঁধন বুটেক্স ইউনিটের ১৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৪ মে) তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি হতে এপ্রিল মাস পর্যন্ত সর্বাধিক রক্তদাতা সংগ্রহকারী তিনজন কর্মীকে পুরস্কৃত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুরক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এসময় সংগঠনটির কর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি হিমেল রায় বলেন, আজকের এই বিশেষ দিনে স্মরণ করছি আমাদের সেইসব ভাইকে যারা এই সংগঠনের ভিত্তি গড়ে তুলেছিলেন এবং যারা দীর্ঘ ১৮ বছর ধরে এর ক্রমাগত উন্নয়নে অবদান রেখেছেন। তাদের প্রচেষ্টা ও নিষ্ঠা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একসাথে সেই সব চ্যালেঞ্জ অতিক্রম করে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারব। আমাদের নতুন প্রজন্মের সেচ্ছাসেবকগণ এই সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির জানায়, শুরু থেকেই বাঁধন বুটেক্স ইউনিট  ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মানুষদের রক্তের চাহিদা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। রক্তের অভাবে যাতে আর একটি প্রাণও ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের কর্মীরা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই আমি সকল বাঁধন কর্মীকে ধন্যবাদ জানাতে চাই। মানবতার এই যাত্রায় আমাদের সহযোগী হিসেবে অসংখ্য রক্তদাতাদের পাশে পেয়েছি। তাদের ছাড়া এই যাত্রায় এতদুর আসা সম্ভব হতো না। বাঁধন বুটেক্স ইউনিটের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।

সংগঠনটির তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, বাঁধন বুটেক্স ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের দিনটি ছিল অসাধারণভাবে প্রাণবন্ত ও অর্থবহ। কেক কাটার মধ্য দিয়ে আমরা আনন্দ ভাগ করে নিয়েছি, যা আমাদের ঐক্য ও বন্ধনের প্রতীক। বৃক্ষরোপণ কার্যক্রম আমাদের পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা দিয়েছে, একটি গাছ মানেই একটি প্রাণের প্রতিশ্রুতি। আর আজকের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ ছিল আমাদের ব্লাড সংগ্রহকারীদের সম্মান ও উৎসাহ প্রদান। এই আয়োজন আমাকে নতুন করে উপলব্ধি করিয়েছে বাঁধন শুধু একটি সংগঠন নয় বরং এটি একটি মানবিক চেতনার নাম, যেখানে প্রতিটি সদস্যের আন্তরিকতা ও নিষ্ঠাই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। 

উল্লেখ্য, বাঁধন বুটেক্স ইউনিটের বর্তমান কার্যকরী পরিষদ ফেব্রুয়ারি মাস থেকে রোগীদের জন্য ৩১৯ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সমর্থ হয়েছে। এছাড়া রক্তদানে উদ্বুদ্ধকরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ আরও অনেক সামাজিক কাজ করে আসছে বাঁধন বুটেক্স ইউনিট।