নজরুল পদকে ভূষিত হলেন অধ্যাপক রশিদুন নবী ও ইয়াকুব আলী খান

নজরুল
  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীতচর্চা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘নজরুল পদক-২০২৫’-এ ভূষিত হয়েছেন দুই গুণী ব্যক্তিত্ব। সংগীত বিভাগে এ বছর এই সম্মাননা পেয়েছেন ইয়াকুব আলী খান, আর গবেষণা বিভাগে পদক অর্জন করেছেন অধ্যাপক ড. রশিদুন নবী। এই পদক প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে পদকপ্রাপ্তদের নজরুল পদক এবং সম্মাননা স্মারক প্রদান করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।

নজরুল পদক প্রদান উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, নজরুল পদক অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। এবছর সংগীত ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই গুণী ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতেই এবার তাঁদের এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই নজরুল বিষয়ে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের ‘নজরুল পদক’ প্রদান করা হয়ে থাকে। সাধারণত দুটি বিভাগে—নজরুল সংগীত ও নজরুল গবেষণায়—এই পদক দেওয়া হয়। এবছর সেই ধারাবাহিকতায় নজরুল গবেষণায় অধ্যাপক ড. রশিদুন নবী এবং নজরুল সংগীতে ইয়াকুব আলী খানকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। 

অধ্যাপক ড. রশিদুন নবী বলেন, যেকোনো প্রাপ্তিই আনন্দের, আর সেটি যদি হয় নিজের বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে তা আরও গর্বের বিষয়। আমি দীর্ঘদিন নজরুল গবেষণায় যুক্ত। নজরুল আমাদের হৃদয়ের কবি—তিনি আমাদের অধিকার, চেতনা ও মানবতার কথা বলেছেন। আশা করি, আমার গবেষণা ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলের দর্শনের প্রতি আরও আকৃষ্ট করবে।