নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আশরাফুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০২:০০ PM

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ময়মনসিংহ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
বুধবার (২৮ মে) বিজ্ঞান অনুষদ ভবনের সিএসই বিভাগে প্রোগ্রামিং ও কুইজ কনটেস্ট এবং কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিং শেখা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণের মনোভাব তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, আইসিটি ডিভিশনের এজ প্রজেক্টের হাসান বেনাউল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার মো. আলমগীর।
অনুষ্ঠানের সভাপতি সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলী বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজনকে সফল করতে আমাদের বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা সবাই মিলে একটি প্রযুক্তিনির্ভর, জ্ঞাননির্ভর সমাজ গঠনে অবদান রাখতে পারবো।