আন্তঃক্লাব বিতর্কে ঢাবির রোকেয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন জাবির ইকোনমিকস

বিতর্ক প্রতিযোগিতা
ত্রয়োদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-১৪২৭  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ত্রয়োদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-১৪২৭ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বিতর্ক অঙ্গনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিবেটিং সোসাইটি অব ইকোনমিকস।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল মাঠ প্রাঙ্গণে কবি জসিমউদদীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। 

ড. আতিউর রহমান বলেন, এ দেশের সমস্ত বিপ্লবী আন্দোলন  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেই লিগাছি রক্ষা করতে হবে। আমাদের যে তারুণ্যের শক্তি আছে সেটিকে কাজে লাগাতে হবে। কারণ সমাজ পরিবর্তন হয় তারুণ্যের হাত ধরেই। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে। সেখানে আমাদের জীবনের একটা বিশ পাঠক্রম রয়ে গেছে। বিতর্কের মাধ্যমে আমাদের মনজগতকে বিস্তৃত করতে হবে। কেননা বিতর্ক আমাদের শেখায় যিনি আমার সমালোচনা করেন তিনি আমার শত্রু নয়, বন্ধু।

বাংলাদেশকে কেন শ্রীলঙ্কার সাথে তুলনার সমালোচনা করে আতিউর রহমান বলেন, কারা, কেন বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করছে? উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ভয়-আতঙ্ক ছড়ানো হচ্ছে। বাংলাদেশের মাথাপিছু আয় তিন হাজার ডলার ছুইছুই করছে। কয়েক দশক আগেও যে অর্থনীতি ছিলো আট বিলিয়ন ডলার সেটি এখন প্রায় সাড়ে চারশো ডলার। বাংলাদেশের রিজার্ভ এখনো প্রায় ৪০ বিলিয়ন ডলার। যা দিয়ে আমরা আরো ৬ মাস আমদানি করতে পারবো। অন্যদিকে শ্রীলঙ্কার রিজার্ভ ছিলো মাত্র কয়েকশ মিলিয়ন ডলার। তাহলে বাংলাদেশ কীভাবে শ্রীলঙ্কা হবে?  

তিনি আরো বলেন, আমাদের যে সমস্যা নেই তা নয়। সারা বিশ্ব এখন একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সে ঢেউ বাংলাদেশেও লেগেছে। বঙ্গোপসাগরে ঢেউ উঠলে কক্সবাজারে তা লাগবেই। সাহসের সাথে আমাদের এ সংকট মোকাবিলা করতে হবে। সরকার ইতোমধ্যে শুরু করেছে। বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার ফলও আমরা পেয়েছি।

জসিমউদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ তন্ময়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড আবদুল বাছির, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (উত্তর) অতিরিক্ত কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মোঃ আরমানসহ আরও অনেকেই।


মন্তব্য