বঙ্গবন্ধুর সমাধিতে ভিসির নেতৃত্বে ঢাবি শিক্ষকদের শ্রদ্ধা
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০২:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২২, ০২:৩৮ PM

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। গতকাল শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গমন করেন তাঁরা।
এসময় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও শোকাবহ ১৫ই আগস্টে নিহত তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। পরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।