ঢাবিতে গবেষণার জন্য ‘সম্মিলিত তহবিল’ গঠনের প্রস্তাব শিক্ষা উপমন্ত্রীর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০১:৫৫ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২২, ০১:৫৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গবেষণা ও প্রকাশনার উন্নয়নের জন্য সরকার এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এ্যালামনাইদের সমন্বয়ে একটি ‘কমবাইন্ড ট্রাস্ট ফান্ড’ গঠনের প্রস্তাব দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গবেষণা ও প্রকাশনা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এ প্রস্তাব রাখেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে গবেষণার বরাদ্দ সর্বাধিক হওয়া উচিত, এ বিষয়ে আমরা সবাই একমত। গবেষণায় শুধু মাত্র সরকারি বরাদ্দই যথেষ্ট নয়, পাশ্চাত্য এবং প্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরও গবেষনা ও পাবলিকেশনে পাবলিক এবং প্রাইভেট সেক্টর পার্টনারশিপ থাকা উচিত।
ঢাবি এ্যালামনাইদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে উপমন্ত্রী বলেন, ঢাবির এ্যালামনাইদের মাঝে দানশীল মনোভাব তৈরি জরুরি৷ এ বিশ্ববিদ্যালয়ে প্রায় বিনামূল্যে পড়াশোনা করে, যারা বিদেশে চলে গেছেন, ডলারে বেতন পাচ্ছেন তাদের ব্যাক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা থাকা উচিত। এ বিশ্ববিদ্যালয় আমাকে তৈরি করেছে বলেই আজকে আমি আন্তর্জাতিক পরিমন্ডলে ক্যারিয়ার গড়তে পরেছি। সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফান্ড এ দান করা আমার ব্যক্তিগত দায়বদ্ধতা। সেগুলোকে আমাদের শিক্ষকরা মনিটর করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিত্তশালীদের দানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রথ চাইল্ড, চেইজ, জেপি মরগানের মত বিশাল ব্যক্তিত্বরা অর্থশালী হয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে ট্রাস্ট ফান্ড করে দিয়েছেন। এ কারণে মানুষ তাদের মনে রেখেছে, সে কত বড়লোক ছিল এ কারণে নয় বরং তাদের দানশীলতার কারণে মানুষ তাদের মনে রেখেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় দান করার মানসিকতা বাংলাদেশের শিল্পপতিদের মাঝেও আসবে বলে প্রত্যাশা জ্ঞাপন করেন শিক্ষা উপমন্ত্রী।