৩০৫২ জন নতুন আইনজীবী হলেন হাইকোর্ট বিভাগে

৩০৫২ জন নতুন আইনজীবী হলেন হাইকোর্ট বিভাগে
  © টিবিএম ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২ জন আইনজীবী।

শনিবার (১৩ আগস্ট) এনরোলমেন্ট কমিটির সভা শেষে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এসময় বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত ২৮ মে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় ১০ হাজার আইনজীবী আইন পেশা পরিচালনায় যুক্ত রয়েছেন বলেও জানা গেছে।

 


মন্তব্য