রামগড়ে বিজিবি-বিএসএফ সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্ত
  © টিবিএম ফটো

খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১১টার সময় রামগড় পৌরভবনের সম্মেলন কক্ষে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আবদুল মালেক এবং ভারতীয় বিএসএফ উদয়পুর সেক্টর ডিআইজি শেখর গুপ্তা এর নেতৃত্বে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেষে যৌথভাবে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় নির্মাণকাজের পরিদর্শন ছাড়াও দুই দেশের সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করার বিষয়ে সভার একমত পোষণ করে দুই দেশের সীমান্ত বাহিনী ।

সভায় দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন জোনের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ পদস্ত কর্মকর্তার উপস্থিত ছিলেন।


মন্তব্য