চসিক সার্ভার হ্যাক করে জন্ম সনদের ব্যবসা, গ্রেপ্তার ৪

সারাদেশ
চসিক সার্ভার হ্যাক করে জন্ম সনদের ব্যবসা, গ্রেপ্তার ৪  © ফাইল ফটো

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে ৫৪৮ জনকে সনদ দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গত শনিবার প্রথম চসিকের জন্মনিবন্ধন সার্ভার হ্যাক হয়। এদিন ২০৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানা গেছে, গত ২২ জানুয়ারি পাঁচটি ওয়ার্ডের ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ তৈরি ও ইস্যু করার তথ্য পাওয়া যায়। পরে কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাঁচটি ওয়ার্ডের মোট ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে হ্যাকাররা।

এদিকে এরমধ্যে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সর্বোচ্চ ৪০৮টি, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ৮৪টি, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ৪০টি, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের চারটি।


মন্তব্য