স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক

ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়ার বিরুদ্ধে তাড়াইলে সংবাদ সম্মেলন 

তাড়াইল
  © মোমেন্টস ফটো

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে সাবেক শিবির নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে তাড়াইল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার ২৩ জানুয়ারী বিকেল ৪ টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব সাইফ উদ্দীন কাজল ইদ্রিস এর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আহমেদ আলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  অভিযোগ করে বলেন, শিবির নেতা এবং এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত তথাকথিত ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় এবং সেই সাথে ২১ জানুয়ারি শনিবার এলাকায় একটি আনন্দ মিছিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন  করাহয়েছে বলে জানিয়েছেন ।

আলাউদ্দিন আহমেদ আলাল বলেন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের উপস্থিতিতে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আকুল আবেদন মহান মুক্তিযুদ্ধের পবিত্রতাকে রক্ষা করার জন্য স্বাধীনতা বিরোধী ও ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়াকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহব্বান জানাচ্ছি।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রসূতি মায়ের মৃত্যু ফাঁদ, অবৈধ ক্লিনিক বন্ধে দায় নিচ্ছে না কেউ

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, উপজেলা আ'লীগের ত্রাণ-বিষয়ক সম্পাদক আজিজুল হক, কার্যকরী পরিষদের সদস্য মিছবাহ উদ্দীন জুয়েল, উপজেলা জাওয়ার ইউনিয়ন আ'লীগের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পেশাজীবি লীগের আহ্বায়ক সারোয়ার হোসেন আজিজ, উপজেলা ছাত্রলীগের ছাত্র নেতা মনির হোসেন খান সহ উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দ।

 


মন্তব্য