মৌলভীবাজার জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রশিক্ষণ
  © টিবিএম ফটো

মৌলভীবাজার পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী জনশৃংখলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি)  ভোর ০৬.৩০ ঘটিকায় ফিজিক্যাল টেনিং (পিটি) এর মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
আজ দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাথে পরিচিত হন এবং পুলিশিং নিয়ে প্রশিক্ষনার্থীদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি সবাইকে নিজ নিজ দক্ষতা বৃদ্ধি করে দেশের মানুষকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আহ্বান করেন। 

দুই দিনব্যাপী এই কোর্সে মামলা তদন্ত, আলামত সংগ্রহ, আগ্নেয়াস্ত্র ব্যবহার, দাঙ্গা দমন, পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা কৌশলসহ পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। 

এই জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার ৬৮ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন। আগামীকাল এই প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ