যশোরে ছিনতাই হওয়া সোনা উদ্ধার, ছিনতাইকারী সহ জুয়েলার্স মালিক আটক

যশোর
  © মোমেন্টস ফটো

যশোরে এক মাস আগে সাতক্ষীরার পাটকেলঘাটার এক স্বর্ণ ব্যবসায়ীর ছিনতাই হওয়া সোনাসহ তিন জনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা সংস্থা  (ডিবি) পুলিশ। 

আটকৃতদের মধ্যে দুই জন ছিনতাইকারী ও এক জন জুয়েলার্স মালিক। আটক দুই ছিনতাইকারীকে নিয়ে ২৮ জানুয়ারি শনিবার যশোর শহরের স্বর্ণপট্টির দুই জুয়েলার্সে এ অভিযান চালায় ডিবি পুলিশ।

আটককৃত তিন জন হচ্ছেন ছিনতাইয়ের সাথে প্রত্যক্ষ জড়িত সাইফুল ইসলাম ও শাহারিয়ার। এবং ছিনতাইকারীদের  স্বীকারোক্তিতে আটক হলেন শহরের চুড়িপট্টি মোড়ের জিএম গোল্ড নামের একটি জুয়েলার্সের মালিক বাবু দত্ত।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের আরাধ্যা জুয়েলার্সের মালিক রণজিত দের ছেলে গোপী দে যশোর শহরের ষষ্ঠীতলার স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে ৭৪ ভরি সোনা কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। চলতে পথে যশোর -মণিরামপুর সড়কের সতীঘাটা নামক স্থানে পৌঁছালে দুটি প্রাইভেটকারে করে দুর্বৃত্তরা এসে তার গতিরোধ করে এবং মারধর করে ৭৪ ভরি সোনা ছিনতাই করে নিয়ে যায়। 


মন্তব্য