গোবিন্দগঞ্জে বিলে বিষ প্রয়োগে মাছ ধ্বংসের অভিযোগ

গোবিন্দগঞ্জ
  © টিবিএম ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ একর ১৮ শতক বিলে বিষ প্রয়োগে প্রায় ৪০ মণ দেশীয় মাছ ধ্বংসের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার শিবপুর ইউপির ছুরিদহ বিলে (দহে) সুকৌশলে গ্যাস ট্যাবলেটে মাছ ধ্বংস করা হয়। এ ঘটনায় লীজ গ্রহীতা খিরিবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে বাবলু মিয়া প্রতিবেশি দেলোয়ার হোসেন ও ছফির উদ্দিনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবপুরের ছুরিদহ বিল (দহে) সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি মরহুম তোজাম্মেল হোসেন প্রধানের স্ত্রীর নিকট হতে লীজ নেন বাবলু মিয়া। বিলে মাছ চাষ করাকালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত ব্যক্তিদ্বয় অজ্ঞাত সঙ্গীদের সাথে নিয়ে বিলের পানি গ্যাস ট্যাবলেটে বিষাক্ত করে। ফলে কিছু মাছ পানিতে ভাসলে তা এলাকার জনসাধারণ ধরে নিয়ে যায়। অপরাপর মাছগুলো নষ্ট হয়। এ ঘটনায় ৪০ মণ মাছ প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য