রাজিবপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কম্বল
  © মোমেন্টস ফটো

কুড়িগ্রাম জেলার রাজিবপুরে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শুভসংঘ । রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর  উপজেলা শাখার কার্যালয়ে দুই শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতে কম্বল পেয়ে হালিমা খাতুন বলে (৫৯) বলেন, কম্বল অনেক মোটা, গায়ে দিলে শীত লাগবো না । এই কম্বলটা পেয়ে খুশি লাগতেছে ।

রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, এবার সারাদেশে আমরা এক হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করেছি । এরই ধারাবাহিকতায় রাজিবপুরের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে । গত বছর এ উপজেলায় বন্যার্তদের মাঝে ৪৫০ টি ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে । 

এ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী, সভাপতি,   রাজিবপুর বাজার বণিক সমিতি ও সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা বেলাল সরকার, ডেপুটি কমান্ডার, রাজিবপুর মুক্তিযোদ্ধা সংসদ, মিরন মোঃ ইলিয়াস, চেয়ারম্যান, রাজিবপুর ইউনিয়ন পরিষদ, আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা অফিসার রাজিবপুর, সহিজল ইসলাম সজল, সাধারণ সম্পাদক, রাজীবপুর প্রেসক্লাব, আশরাফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ সভাপতি, রাজিবপুর উপজেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ