যশোরের বসুন্দিয়ায় ২ দিন ব্যাপী প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা সম্পন্ন 

যশোর
  © মোমেন্টস ফটো

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার সমাপ্তি হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রণীত নতুন শিক্ষানীতি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মেধার পরিস্ফুটনে নির্ধারিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ হিসেবে সদর উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এ বছরও জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়েৱ মাঠকে ভেন্যু করে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু করা হয়। দু'দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: সূবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

বসুন্দিয়া ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ বি এস এম মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের  উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় ও জঙ্গলবাধাল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রশান্ত কুমার দেবনাথ, বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য দবির হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। 

ইউনিয়নের ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক সহ প্রায় ৪০ জন শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু: আকতারুল আলম। অনুষ্ঠানের সমম্নয়ক ছিলেন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল আহসান বাবলু। অভিভাবক, অভিভাবিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জঙ্গল বাঁধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিরুল ইসলাম।