ফেনীতে শুরু হয়েছে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ফেনী
  © মোমেন্টস ফটো

ফেনীতে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের শেখ কামাল আন্ত: স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর।

বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে, ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্দেশনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন, কুমিল্লা জেলা প্রশাসক মো. শামীম আলম, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চাঁদপুর, কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, কুমিল্লা ও ব্রাম্মনবাড়িয়ার অ্যাথলেটিকসরা অংশ নেয়।


মন্তব্য