গুলশানে ভবনে আগুন: আরও ১ জনের মৃত্যু

গুলশান
  © ফাইল ফটো

গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. রাজু (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহতের ছোট ভাই সজিব জানান, রাজু ভবনের ১২ তলায় কাজ করতেন। আগুন লাগার পর তিনি ওপর থেকে লাফ দেন। আহত অবস্থায় তাকে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিকদার মেডিক‌্যালের প্রশাসনিক কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, ভবন থেকে লাফ দেওয়ায় রাজুর শরীরের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যায় এবং গুরুতর জখম হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তিনি মারা যান।

সজিব বলেন, ভোরে রাজুর মরদেহ গাজীপুর কালিগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।

তিনি জানান, রাজুর দুই সন্তান। বড় মেয়ে বয়স ১৩, ছোট ছেলে বয়স ৯ বছর। তিনি একমি কোম্পানির এক কর্মকর্তার বাসায় দুই বছর ধরে বাবুর্চির কাজ করছিলেন। 

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৪ তলা ভবনে আগুন লাগে। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


মন্তব্য