মাতৃভাষা দিবসে শ্রীপুরে বিজ্ঞান-প্রযুক্তি মেলা

গাজীপুর
অনুষ্ঠানের একাংশ  © টিবিএম ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে "উদ্ভাবনীয় আবিস্কারের মাধ্যমে জীবনযাত্রার মান সহজ"- এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের শ্রীপুরে বিজ্ঞান-প্রযুক্তি মেলা ও গণিত অলিম্পিয়ার্ড আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শ্রীপুরের আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী প্রদর্শনীর পর বিকেলের দিকে অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মালেক মাস্টার। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক এমদাদুল হক, ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুক, শ্রীপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মোঃ ফিরোজ মিয়া, পরিবেশকর্মী খোরশেদ আলম,আবেদ আলী গার্লস স্কুলের পিটিএ সভাপতি আবুল কাশেম, নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, সাংবাদিক হিজবুল বাহার প্রমুখ।

প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক দুলাল মিয়ার নেতৃত্বে ৬৪টি স্টলে ৪১২ শিক্ষার্থী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে। বিকেলের দিকে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের চিন্তা মননে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আজকের এ আয়োজন। এতে পড়াশোনার পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের দিক তাঁরা মনোযোগী হতে পারবে। প্রতি বছরের ন্যায় আগামীতেও সকলের সহযোগীতায় এমন আয়োজন করবে প্রতিষ্ঠানটি।


মন্তব্য