গলাচিপায় বসতঘর ভাঙচুর-লুটপাট ও গাছ কেটে নেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৫ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৫ PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অসহায় নারীর বসতঘর ভাংচুর করে মালামাল লুটপাট ও গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত (২০ ফেব্রুয়ারি) উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আলগী তাফাল বাড়িয়া গ্রামের মৃত আ: সালাম হাওলাদার এর কন্যা মোমেলা বেগম এর বাড়িতে। প্রতিপক্ষ একই বাড়ির আপন ভাই মহসিন হাওলাদার (৩৫), আমির হাওলাদার (৩০) চাচাতো ভাই আলমগীর হাওলাদার (৬০) ও শাহা আলম হাওলাদার (৭০) জোট বেঁধে ওই জমি থেকে তাকে উচ্ছেদ করতেই এসব করছে বলে অভিযোগ করেন মোমেলা বেগম। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বলেন, 'যে কোন সময় তাকে উচ্ছেদ করতে হামলা করতে পারেন প্রতিপক্ষরা।'
মোমেলা বেগম জানায়, কাজের সূত্রে তিনি তার স্বামী রহিম মিয়াকে নিয়ে চট্টগ্রাম থাকেন। বাবা সালাম হাওলাদার জীবিত থাকা অবস্থায় তার সকল ভরনপোষণ, দেখভাল ও চিকিৎসার খরচ তিনি দিয়েছেন। সেসময় কোন ভাই টাকা দিয়ে তাকে সহায়তা করে নাই। তখন বাবা সালাম হাওলাদার তাকে ৬ কড়া জমি লিখে দিয়ে যায়। কিন্তু ভাইয়েরা তা মানতে নারাজ তারা ঘরবাড়ি দখল করে ভাঙচুর করে, গাছ কেটে নিয়ে যায়। বিভিন্ন অত্যাচার করে জোর পূর্বক ঘর থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তার ছেলেকে বিদেশে ভালো চাকুরী দেয়ার নাম করে টুরিস্ট ভিসায় দুবাই নিয়ে গেছে মহসিন। এখন সেই ছেলে পুলিশের হাতে ধরা পরে জেল খাটছে। এ নিয়ে ছেলেকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি করছে মহসিন।
গত সপ্তাহ খানেক আগে বসতভিটায় থাকা ১টি চাম্বুল ও ১টি মেহগনি গাছ কোন কিছু না জানিয়ে গোপনে মহসিন হাওলাদার কেটে নিয়ে যায়। এছাড়া বাড়িঘর ভাংচুর করে সমস্ত মালামাল নিয়ে যায়। এ ঘটনা গত বুধবার শুনে কোমেলা ও তার স্বামী বাড়িতে আসেন। তার ভাইদের কাছে এসব বিষয় জানতে চাইলে তারা অস্বীকার করে এবং তাকে বকাঝকা করে মারধরের হুমকি দেয়। ফলে নিরুপায় হয়ে মোমেলা স্থানীয় সাংবাদিক ডেকে তার অভিযোগ করেন।
সরজমিনে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের উপস্থিতিতেই প্রতিপক্ষ মহসিন এর স্ত্রী ঝুমুর বেগম (৩০) মোমেলার ওপর চড়াও হয় এবং তাকে বকাঝকা ও মারধরের হুমকি দেয়। পরে জানা যায় সাংবাদিকরা চলে আসলে মোমেলা বেগম কে একা পেয়ে ঝুমুর বেগম দলবল নিয়ে মারধর করে। মারধরে মোমেলার মাথা ফেটে গেলে গুরুতর আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগীর স্বামী রহিম।
অভিযোগের বিষয় জানতে মহসিন হাওলাদার এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার স্ত্রী ঝুমুর বেগম (৩০) গাছ কেটে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও বাড়িঘর ভাংচুর, মালামাল লুটের বিষয় অস্বীকার করে বলেন, যে জমির দাবি করছে সেটা মূলত আমি শশুরের ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দলিল করে দিয়েছি। আমার শশুরের লাগানো গাছ তাই আমাদের প্রয়োজনে কেটে নিয়েছি। মারধরের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ঝুমুর অস্বীকার করে বলেন মোমেলার ফুফাতো ভাই লোকজন নিয়ে আমার ঘরে হামলা করে আমাকে মারধর করছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।