সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষকের ছেলের বউভাত

সারাদেশ
কলেজ অডিটোরিয়ামে শিক্ষকের ছেলের বউভাত  © সংগৃহীত

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে এক শিক্ষক তার ছেলের বউভাতের আয়োজন করেছেন। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পুরো অডিটোরিয়াম ব্যবহার করে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল তার বড় ছেলের বিয়ের বউভাতের আয়োজন করেন। সেখানে প্রায় ৮০০ অতিথির বসার ব্যবস্থা করা হয়। অডিটোরিয়ামের মূল মঞ্চ রিসিপশনের জন্য সাজানো হয়। অডিটোরিয়ামের পাশে স্কাউট ভবন ঘেঁষে ব্যবস্থা করা হয় রান্নার। অনুষ্ঠানে কলেজের কর্মচারী এবং কলেজের বিএনসিসি ও স্কাউট সদস্যদের কাজ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনসিসির এক সদস্য বলেন, ‘আমরা সকাল থেকে সিভিল পোশাকে স্যারের ছেলের বিয়ের অনুষ্ঠানে কাজ করছি। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এসেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, কলেজ ব্যবহার করে শিক্ষকের ছেলের বৌভাত আয়োজনের দৃশ্য এই প্রথম দেখলাম। এভাবে ব্যক্তিগত অনুষ্ঠান যদি কলেজে ব্যবহার করা শুরু হয়, তাহলে আর সেখানে কিছু বলার থাকে না। 

তিনি আরও বলেন, অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল সামর্থ্য থাকা সত্ত্বেও এমন কাজ কেন করলেন, তা কারোরই মাথায় আসছে না।

এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব হোসেন মণ্ডল বলেন, ‘আমি একটা বিপদে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও এক অধ্যক্ষের মেয়ের বিয়ে এখানে হয়েছে। তবে আমি অধ্যক্ষ স্যারের অনুমতি এবং রাজস্ব খাতে ১২ হাজার টাকা জমা দিয়েই কলেজে আয়োজন করেছি।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজন করার বিধান আছে কি না, এমন প্রশ্ন করলে শিক্ষক পরিষদের এই নেতা জবাব না দিয়ে এড়িয়ে যান। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী বলেন, ‘ওই শিক্ষকের ছেলের বউভাতের আয়োজন শহরের আরেকটি জায়গায় করার কথা ছিল। কিন্তু সেখানে কোনো কারণে করতে না পারায় আমার কাছে সহযোগিতা চাওয়া হয়। আমি বিধি মেনে তাকে সহযোগিতা করেছি।’

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি কলেজে কেউ ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারেন না। এটা অন্যায়। জেলা প্রশাসনের সমন্বয় সভায় আজিজুল হক কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে কারণ জানতে চাওয়া হবে।’


মন্তব্য