গলাচিপায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ অনুষ্ঠিত
- আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৬ PM

পটুয়াখালীর গলাচিপায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক আয়োজিত এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষের বাস্তবায়নে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি, খামারী, দর্শনার্থী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
শনিবার (২৫ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা: আরজু আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হোসেন শিবলী, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় খামারীদের নানান দিকনির্দেশনা প্রদান করে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারা।
দিনব্যাপী চলা এ মেলায় মোট ৩০টি স্টল ছিল। স্টলগুলোতে রয়েছে দেশী ও শঙ্কর জাতের গরু, শঙ্কর জাতের বকনা, ষাঁড়, ভেড়া, ছাগল, টার্কি, সোনালী ও দেশী মুরগি, রাজাহাস, চিনাহাস। এছাড়াও মেলায় রয়েছে আধুনিক পদ্ধতিতে ম্যানুয়াল অটো ইনকিউভিটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনার, ভোটোনারী ঔষধ সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রদর্শনীতে আরো ছিলো সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি, মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস ইত্যাদি ।
এছাড়াও মেলায় রয়েছে দুধের তৈরি হরেক রকম পণ্য। যেমন- মালপোয়া, পাটিসাপটা, দুধপুলি, পায়েস, কুলি পিঠা, ভাঁপা পিঠা, রসালো পিঠা, ঝিনুক পিঠা, ডিমের বিস্কুট পিঠা, চন্দ্রপুলি, ছানা, মিষ্টি ইত্যাদি। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।