পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, তিন পুলিশসহ আহত অনেকে

পঞ্চগড়
পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ  © সংগৃহীত

পঞ্চগড়ে কাদিয়ানিদের ৩ দিনব্যাপী জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেলার স্থানীয় জনতা ও মুসল্লিরা। এতে পুলিশ ও মুসলিদের মধ্যে সংঘর্ষ ঘটে। আজ শুক্রবার (৩ মার্চ) বেলা দুইটার দিকে পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ হয়।

মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তাঁরা মিছিল বের করেন। মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে ক্ষুব্ধ মুসল্লিরা শহরের ধাক্কামারা এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় পুড়িয়ে দেন।

ঘটনাস্থলে মুখোমুখি পুলিশ ও মুসল্লিরা। দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারও ঘটনাস্থলে আছেন। মুসল্লিদের হামলায় পুলিশ ও বিজিবির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় শতাধিক রাবাব বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত ধাওয়া-পাল্টা-ধাওয়া চলছে। এঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ পৌনে ৪টার দিকে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, সেখানকার পিরিস্থিতি এখনো উত্তপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


মন্তব্য