যশোরে ৮০লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার সহ আটক ২

সারাদেশ
যশোরে ৮০লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার সহ আটক ২  © টিবিএম ফটো

যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে, যশোর - বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড় থেকে ৮০লক্ষ টাকা মূল্যের ৮৮২.৩ গ্রাম ওজনের স্বর্ণের বার সহ দুই জনকে আটক করা হয়েছে।

২৯ মার্চ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে বেনাপোলগামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে,মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করেন পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামি মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাংবাদিক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে ০৪ (চার) টা স্বর্ণের বার, যার ওজন ৮৮২.৩ গ্রাম, মূল্য অনুমান ৮০,০০,০০০/= (আশি লক্ষ) টাকা উদ্ধার করা হয়। 

আটক কৃত আসামিরা হলেন বেনাপোলের ঘিবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন(২৭)। অপর আসামি হলেন লোহাগাড়ার জয়পুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে মহিবুল (৩০)।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। 


মন্তব্য