কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির ইলিয়াছ নামে এক ড্রাইভার নিহত

ফটিকছড়ি
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন  মোঃইলিয়াছ ড্রাইভার (২২)  সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ সকাল ৮ টায় কুমিল্লার মিয়ার বাজারে এই  দূর্ঘটনা ঘটে।

ইলিয়াছ দাঁতমারা ইউপির ৯ নং ওয়ার্ড  হেয়াকো সরকার পাড়া  নিবাসি  মৃত আবুল ড্রাইভারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় ইলিয়াস একজন ট্রাক প্রাইভার গাড়ি চালাতে গিয়ে মিয়ার বাজারে একটি দাঁড়ানো  গাড়িকে ধাক্কা দিলে   মারাত্মক আহত হয় সে,  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য মুঃ জহির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।