নোয়াখালী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের  সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

সারাদেশ
নোয়াখালী  © টিবিএম ফটো

সেবা-শান্তি ও প্রগতির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে এবং সংগঠনকে সুসংগঠিত করতে নোয়াখালী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে ।

মঙ্গলবার (১১ই এপ্রিল) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সভাপতি ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত ও সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়,  আবু সাহেদ বাবু কে আহ্বায়ক ও শাহদাৎ হোসেন বাপ্পিকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।  ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ১নম্বর সদস্য হিসেবে বিবেচিত হলেন সাবেক ছাত্র নেতা আহম্মেদ বদরুল মিল্লাত চৌধুরী ও নোয়াখালী কলেজ এর সাবেক ছাত্রনেতা মো. ফয়সাল।

এর আগে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় নোয়াখালী সদর উপজেলা সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের সকল  কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।