আল্লামা শিব্বির আহমদ (রহ.) স্বরণে ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালীর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৩, ০৬:১০ PM

ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালী' র উদ্যোগে মরহুম আল্লামা শিব্বির আহমদ (রহ.) এর স্বরণে আলোচনা সভা,দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ই এপ্রিল, ১৯ শে রমাদান) বাদ আসর নোয়াখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালী'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত এর সার্বিক পরিচালনায় দত্তেরহাট নোয়া কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে আল্লামা সিদ্দিক আহমদ নোমানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জামিয়া কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব এবং জনপ্রিয় উর্দু নাশীদ শিল্পী শেখ এনাম প্রমুখ।
বক্তারা, হাজারো আলেমের ওস্তাদ, সর্বজন প্রিয় নোয়াখালীর বীর সন্তান প্রয়াত আল্লামা শিব্বির আহমদ (রহ.) এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে দোয়া মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করেন।
এসময় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও ছাত্র সহ প্রায় ১ সহস্রাধিক লোকের সমাগম ঘটে।