নোয়াখালীতে একুশে টেলিভিশনের ২৪ বছর বর্ষপূর্তি উদযাপন 

নোয়াখালী
  © মোমেন্টস ফটো

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ২৪ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই এর নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, দৈনিক শেয়ার বিজ এর নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদ, দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি রিফাত মীর্জা, দৈনিক চিত্র ও দ্য ডেইলি ক্যাম্পাসের নোয়াখালী প্রতিনিধি মাহমুদ ফয়সাল, গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, বি-বার্তার নোয়াখালী প্রতিনিধি সবুজ আদনান সহ আরো অনেকে।

এসময় বক্তারা, একুশে টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।