সোনারগাঁয়ে বাস থামিয়ে ডাকাতি, গণপিটুনিতে যাত্রীদের হাতে আটক এক ডাকাত

ডাকাত
  © মোমেন্টস ফটো

আজ মঙ্গলবার (১৮ ই এপ্রিল) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় ঢাকা থেকে ফেনীগামি স্টার লাইন পরিবহনের একটি বাস রাস্তায় ব্যারিকেড দিয়ে আটক করে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনি দিয়ে এক ডাকাতকে আটক করে বাসে থাকা যাত্রীরা।

এসময়ে সাথে থাকা ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হলেও এক ডাকাতকে ধরে ফেলে যাত্রীরা। পরবর্তীতে তাকে বাসে আটকে রেখেই ফেনীর উদ্দেশ্য রওনা করে বাসটি। এই ঘটনাটি ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করলে তা ব্যাপক ভাইরাল হয়। তবে আটককৃত ডাকাতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সম্প্রতি ঢাকা চট্টগ্রাম  মহাসড়কের সোনারগাঁ এলাকায় প্রায়ই গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটছে। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ খ সার্কেলের এএসপি শেখ বিল্লাল হোসেন জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, পরে বিস্তারিত জানানো যাবে।