নোয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

নোয়াখালী
  © টিবিএম ফটো

পবিত্র মাহে রমজান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশনা অনুযায়ী নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নিন্ম আয়ের প্রায় ৩ শত ৫০ জন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার, (১৮ই এপ্রিল) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট গুলজার আহমেদ জুয়েল (পিপি),জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আলতাফ হোসেনসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ঈদের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করবো। আপনারা সবাই আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবেন। এসময় তিনি জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।