ঈদের ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজারে

কক্সবাজার
  © ফাইল ছবি

ঈদের ছুটিতে কক্সবাজারে ভিড় করেছে হাজারো পর্যটক। ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটক আগমনের সংখ্যা। সকাল থেকে আগত পর্যটকেরা সমুদ্রে গোসলে ব্যস্ত দিন পার করছে। শুধু সমুদ্র সৈকত নয়, জেলার বিভিন্ন দর্শনীয় স্থানেও বেড়েছে পর্যটক আগমনের হার।

এদিকে জেলার সাড়ে চার শতাধিক হোটেল মোটেলে গেস্ট হাউসে রবিবার ৫০-৬০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে দাবি হোটেল ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা জানান, এবার ঈদে ছুটি কম থাকায় আশানুরূপ পর্যটক সমাগম নাও হতে পারে বলে ধারনা তাদের। তারপরও আগত পর্যটকদের নিরাপত্তা এবং বিভিন্ন তারকা মানের হোটেলে বিনোদনের ব্যবস্থা রেখেছেন কতৃপক্ষ।

কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান জানান, পর্যটকদের নিরাপত্তায় একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম রয়েছে। পর্যটক হয়রানি রোধে কাজ করবে তারা।

অন্যদিকে টুরিস্ট পুলিশ রয়েছে সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানে। পর্যটক হয়রানিরোধেও টুরিস্ট পুলিশে দেড় শতাধিক সদস্য কাজ করে যাচ্ছেন।

এবারের ঈদে সেন্টমার্টিন – টেকনাফ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমনে যেতে পারছে না। ফলে বিকল্প পর্যটন স্পট খুজতে গিয়ে পর্যটকরা ভিড় করছে মহেশখালী দ্বীপে। সেখানে তারা আদিনাথ মন্দির সহ দ্বীপের মনোরম সৌন্দর্য উপভোগ করছেন


মন্তব্য


সর্বশেষ সংবাদ