দুইপক্ষের শত্রুতার জেরে পুলিশের সহায়তায় কৃষকের ধান সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া
পুলিশের সহায়তায় ধান তুলে নিচ্ছে কৃষক  © টিবিএম ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের সহায়তায় ধান কেটে ঘরে তুললেন কৃষক।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের শাহজাহান মাষ্টার ও সাইফুল ইসলাম এর মধ্যে বিরোধের জেরে দীর্ঘদিন যাবৎ এলাকায় আতংক বিরাজ করছিল। এমতাবস্থায় ধান পাঁকলেও নিরাপত্তার অভাবে তা কাটা হচ্ছিল না।

এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর নেতৃত্বে বিজয়নগর থানার পুলিশ সদস্যদের আশ্বাস ও উপস্থিতিতে পাঁকা ধান কাটা হয়। ২৯ এপ্রিল দিনব্যাপী চলে এই ধান কাটা। ঐদিন সকাল ৯ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত হোসেনপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মনির হোসেন, ফরিদ মিয়া, জাহাঙ্গীর হোসেনদের জমির ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করা হয়।

এসময় এলাকায় যেন নতুন করে দাঙ্গা সংঘটিত না হয় সেই জন্য থানার পুলিশ সদস্যরা বিভিন্ন ধরণের নির্দেশনা প্রদান  করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, ঝগড়াঝাটির জন্য পাঁকা ধান কাটা বন্ধ ছিল। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও নতুন করে যেন কোন দাঙ্গা সংঘটিত না হয় সে জন্য সার্বক্ষণিক উপস্থিত থেকে ধান কাটায় সহায়তা ও নিরাপত্তা প্রদান করেছে বিজয়নগর থানা পুলিশ। পাশাপাশি বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।


মন্তব্য