সাড়ে ৮ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় আপলাইনে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া
  © সংগৃহীত

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

এর আগে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। পরে অন্যান্য লাইনে চেকিং করার সময় সদর উপজেলার হরণ এলাকায়ও  রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের। এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করে। মেরামত কাজ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর ট্রেন চালানো হয়।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত শেষ করে সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হচ্ছিল। পরে রাত সাড়ে ৭টা থেকে যাত্রীবাহি ট্রেন আপলাইন দিয়ে চলাচল শুরু করে। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর দির্দেশনা দেওয়া হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ