বিকল ট্রাক-আমবাহী ট্রাকের সংঘর্ষে ড্রাইভার-হেল্পার নিহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ মে ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ০১ মে ২০২৩, ০৯:৫৯ AM

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আমবাহী একটি ট্রাক। এতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোর ৪ টার দিকে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালক বসির হাওলাদার (৩৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত্য রশিদ হাওলাদারের ছেলে। অপর নিহত সুজন (২৫) যশোর কোতোয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকার মো. মিজানের ছেলে। তিন আমবাহী ট্রাকটির হেলপার ছিলেন।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী সকাল ৭ টার দিকে এতথ্য নিশ্চিত করেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গিবাহী একটি ট্রাক এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় বিকল হয়। ট্রাকটির চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামত করছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বশির ও অপর ট্রাকের হেলপার সুজন গুরুতর আহত হন।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন । নিহতদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।